ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করলো দুর্বৃত্তরা
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করলো দুর্বৃত্তরা।ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার নান্দাইল-আঠারোবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে আল আমীন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকালে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে গতকাল সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তার মা রেজিয়া খাতুন শনাক্ত করেন ছেলের মরদেহ। এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই তিনি বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে আঠারোবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।