ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ঃঃ
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঈদের দিন আজ বুধবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে।নিহত সুফিয়া ওই গ্রামের মৃত ইয়াসিন প্রমানিকের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রুবেল ফার্নিচার দোকানের কাছে একটি দ্রুতগামী মোটরসাইকেল সুফিয়াকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করে।