ঈদের দিনে নিজের রাইফেলের গুলিতেই আত্মহত্যা পুলিশ কনস্টেবলের

 

মেহেরপুর প্রতিনিধি ঃঃ
মেহেরপুরের মুজিবনগরে ঈদের দিনে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। নিহত সাইফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।

পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম