ইস্কাটনস্থ পররাষ্ট্র ভবনের একটি ডিনার পার্টি,কূটনৈতিক পাড়ায় তোলপাড়

সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
ইস্কাটনস্থ পররাষ্ট্র ভবনের একটি ডিনার পার্টি, নানা কারণে সন্ধ্যা থেকে আলোচনায়। এটি রীতিমতো ঝড় তুলেছে কূটনৈতিক পাড়ায়। রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল থাকায় আলোচনা ডাল-পালা মেলছে দ্রুতই।

সন্ধ্যায় আরেকটি খবরও ছড়ায়। প্রভাবশালী এক উপদেষ্টার সঙ্গে পশ্চিমা দুনিয়ার ইনফ্লুয়েনশিয়াল এক রাষ্ট্রদূতের বৈঠকের খবরের পিছনে ছুঁটছেন নেটিজেনরা। গুলশানের কথিত সেই বৈঠক নিয়ে এখনো আমাদের অনুসন্ধান তথা তথ্য-তালাশ অব্যাহত। নিশ্চিত না হওয়া পর্যন্ত এটাকে ‘সোশ্যাল মিডিয়া কন্টেন্ট’ হিসেবেই বিবেচনায় রাখছি।

শিরোনাম