ইসরাইল-হামাস যুদ্ধে রয়টার্স সাংবাদিক হারালো

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরাইল-হামাস যুদ্ধে প্রাণ গেল রয়টার্স সাংবাদিকের। ইসরাইলের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করলে দক্ষিণ লেবাননে রয়টার্সের একজন ভিডিও সাংবাদিক নিহত এবং আরও ছয়জন সাংবাদিক আহত হন। নিহত চিত্র সাংবাদিকের নাম ইশাম আবদুল্লা।

আল জাজিরা এবং এজেন্সি ফ্রান্স-প্রেস সহ সাংবাদিকদের দলটি ইসরাইল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন, যেখানে ইসরাইলি সামরিক বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ সীমান্ত সংঘর্ষে লিপ্ত । লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছেন।

শিরোনাম