ইলিয়াসের গুম হওয়া নিয়ে চিঠির জবাব দিলেন মির্জা আব্বাস

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের দেয়া চিঠির জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লোক মারফত তিনি চিঠি পৌঁছে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, চিঠিতে মির্জা আব্বাস বলেন, ১৭ই এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেওয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবুও দল তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। তার বক্তব্য আসলে কেউ অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।

চিঠিতে তিনি বলেন, আমি কখনো বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। ইলিয়াস আলীর গুম নিয়ে মির্জা আব্বাস একটি মন্তব্য প্রকাশ করলে দলের মধ্যে তোলপাড় শুরু হয়। দল বিব্রত পরিস্থিতির শিকার হয়। দল মির্জা আব্বাসকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। আর তার জবাব দিয়ে তিনি নিজেকে শুদ্ধ দাবি করে বলেন, দলের জন্য ত্যাগ শিকার করে কাজ করেছি। কখনো কোন কূটবুদ্ধির আশ্রয় নেয়নি।

শিরোনাম