ইলিয়াস মোল্লার স্ত্রী ৫ বছরে শূণ্য থেকে কোটিপতি বনে গেলেন!

সংবাদ জমিন ডেস্কঃ
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে হলফনামা দিয়েছেন, তাতে তাঁর স্ত্রীর নগদ একটি টাকাও ছিল না। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর স্ত্রীর এখন রয়েছে নগদ ১ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা।

এই হিসাবে গত পাঁচ বছরের ব্যবধানে ইলিয়াস উদ্দিনের স্ত্রী শূন্য থেকে এখন কোটিপতি। শুধু তা-ই নয়, আগে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, ইলেকট্রনিক সামগ্রী—কিছুই ছিল না তাঁর স্ত্রীর। কিন্তু এখন সবই আছে। যার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকার বেশি।

শিরোনাম