ইরানে রাইসির মৃত্যু, চিরনিন্দ্রায় শায়িত হবেন মাশহাদে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
১৫ বছর বয়সে যে মাশহাদ ছেড়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তার আগে বুধবার ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় আয়োজনে তাকে চির বিদায় জানাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

বর্তমানে রাইসির মরদেহ তাবরিজ শহরে রয়েছে। কাল তাবরিজে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, যে শহরে তিনি রোববারই ভ্রমণ করেছিলেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পসের সাথে সংযুক্ত দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ তাবরিজ শহরে জানাজা করার প্রস্তুতির খবর আগেই প্রকাশ করেছিলো।

শিরোনাম