ইনজুরিতে থাকা মেসিকে নিয়েই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা, নেই ডি মারিয়া

সংবাদ জমিন স্পোর্টস ডেস্কঃ
ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে পারছেন না বেশ কিছুদিন। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি লিওনেল মেসি। তবুও চোটাক্রান্ত লিওনেল মেসিকে রেখেই বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

সর্বশেষ আর্জেন্টিনার হয়ে গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েছিলেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচটি শেষ না করেই মাঠ থেকে বের হতে হয় তাকে। এরপর লাপাজে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি।

শিরোনাম