ইতিহাসের রেকর্ড,পাঁচ মাসে ১২টি দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ১২টি ‘দল’ আত্মপ্রকাশ করেছে।

জানা গেছে,পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজনীতির মাঠে আসা এসব দলের লক্ষ্য ও উদ্দেশ্য যদিও এখন পর্যন্ত পরিষ্কার নয়। এমনকি মাঠেও চোখে পড়ার মতো কোনো কার্যক্রম নেই। লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যাও নেই এসব দলের। এ কারণে এসব দলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা।

শিরোনাম