ইতালী প্রবাসীর টাকা চুরিকে কেন্দ্র করে কিশোরগঞ্জে সংঘর্ষ, নিহত-১

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ইতালিতে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আক্তার মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে নিহত আক্তার মিয়া উত্তর আব্দুল্লাহপুর গ্রামের ছমেদ আলীর ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম