ইউক্রেন ছাড়ার নির্দেশ বাংলাদেশিদের

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
রাশিয়ার সঙ্গে সীমান্তে সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের ‘অবিলম্বে’ ইউক্রেন ত্যাগের পরামর্শ দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। মঙ্গলবার পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জরুরি ঘোষণায় এই পরামর্শ দেয়া হয়েছে।

দূতাবাসের ঘোষণায় বলা হয়, ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। একইসঙ্গে সকল বাংলাদেশিদেরকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেয়া হলো। ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস নেই। পোল্যান্ডের ওয়ারশ’তে থাকা দূতাবাস একই সঙ্গে ইউক্রেনের বিষয়গুলো দেখভাল করে।

শিরোনাম