আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, এএসআই গুলিবিদ্ধসহ আহত-৩

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে ৩টি স্বর্ণালঙ্কারের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ডাকাতদের প্রতিরোধ করতে গেলে ডাকাতরা উল্টো গুলি ছুঁড়ে। এ সময় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধসহ ডাকাতের হামলায় আহত হয়েছেন ৩ জন।

অন্য আহতরা হলেন স্বর্ণ ব্যবসায়ী রাতুল, সুদাশন ও বলাই। ডাকাতরা দোকানে ঢুঁকে প্রায় ১৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এএসআই সোহরাব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তাকে চিকিৎসা শেষে আড়াইহাজার থানায় নিয়ে আসা হয়েছে।

দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম