আশুলিয়ায় শিশু কন্যা ধর্ষককে পচা ডোবা থেকে গ্রেফতার করলো র‌্যাব

সাভার প্রতিনিধি ঃঃ
আশুলিয়ার চাঞ্চল্যকর ৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল’কে অবশেষে জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকার পচা ডোবা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়, ভিকটিমের পিতা-মাতা ভিকটিমসহ আশুলিয়ার চারাবাগ এলাকার একটি বাড়িতে ভাড়টিয়া হিসেবে বসবাস করে আসছিল। ভিকটিমের মা একটি গার্মেন্টসে এবং পিতা সাইকেল-রিক্সা মেকানিক হিসেবে কাজ করে। গ্রেফতারকৃত আসামী একই এলাকার একটি গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। পাশাপাশি বাসায় থাকায় শিশু ভিকটিমের সাথে আসামীর মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠে। আসামী দুলাল প্রায়ই ভিকটিমকে চিপস্ ও চকলেট কিনে দিত।

এই সম্পর্কের সুযোগ নিয়ে গত ৬ অক্টোবর আনুমানিক রাত্র ৮ ঘটিকার সময় ভিকটিম এর পিতা-মাতা বাসায় না থাকার সুযোগে আসামী দুলাল সুকৌশলে ভিকটিমকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে জনৈক সালাউদ্দিনের ভাড়া বাসার পাখির ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। তৎক্ষণিক ভিকটিম চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামী দুলাল পালিয়ে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনার পরে ৬ অক্টোবর ভিকটিমের মা বাদি হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ পার্শবর্তী এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে জোর প্রচেষ্টা শুরু করে।

এক পর্যায়ে র‌্যাব জানতে পারে, আসামি মোঃ দুলাল (৫৫) বগুড়া জেলার দুর্গম চর কাজলা টেংরাকুরা এলাকায় অবস্থান করছেন এবং আগামী দু’দিনের মধ্যে সে অবৈধভাবে বর্ডার যোগে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করবেন। এমন সংবাদের ভিত্তিতে , র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২৭ ডিসেম্বর রাত ১০ঘটিকায় বগুড়া জেলার কাজলা টেংরাকুরা এলাকার উদ্দেশ্যে গমন করে। টেংরাকুরা এলাকা এমন একটি প্রত্যন্ত এলাকা যেখানে পায়ে হেঁটে বালু পথে অভিযানিক দলকে প্রায় ১৫ কিলোমিটার আনুমানিক ২ ঘণ্টা হেঁটে যেতে হয়। সন্দেহভাজন স্থানে গিয়ে অভিযানিক দলটি জানতে পারে যে, তাদের উপস্থিতি বুঝতে পেরে আসামি মোঃ দুলাল (৫৫) উক্ত স্থান থেকে পলায়ন করেছে।

তারপর আভিযানিক দলটি আশেপাশের সকল এলাকায় সাঁড়াশি তল্লাশি অভিযান চালায়। এ সময় অভিযানের দলটি জানতে পারে যে, আসামি দুলাল বগুড়া থেকে জামালপুর এলাকায় চলে এসেছে। সে জামালপুরের মাদারগঞ্জ থানার মির্জাপুর উত্তরপাড়া দুর্গম চরে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত আভিযানিক দল, বর্ণিত জামালপুর এলাকায় গমন করে। সেখান থেকেও আসামি মোঃ দুলাল (৫৫) পলায়ন করে। অতঃপর, অভিযানিক দল উক্ত এলাকায় সাঁড়াশি তল্লাশি অভিযান পরিচালনা করে। ২৮ ডিসেম্বর ভোর ৩.৩০ ঘটিকার সময় মির্জাপুরের উত্তরপাড়া নিবাসী মোজা কামারের বাড়ির পেছনের ডোবা (পচা পানির ডোবা) থেকে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ দুলাল, জেলা-জামালপুর’কে (৫৫) গ্রেফতার করা হয়।

শিরোনাম