আশুলিয়ায় ৪৭ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক কারবারি পাকড়াও

সাভার প্রতিনিধিঃ
ঢাকার জেলার সাভারের আশুলিয়া এলাকা হতে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর সাড়ে ১১টার দিকে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪৭ লাখ মূল্যমানের ৪৭৭ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ৫ টি মোবাইল এবং ২৭’শ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো, (ক) মোঃ রাজেস শাহ (৪৪), জেলা-রাজশাহী,(খ) মোঃ সেলিম রেজা (৪২), রাজশাহী,(গ) মোঃ হানিফ (২৮), রাজশাহী,(ঘ) মোছাঃ সাহিদা (৪০), গাজীপুর।

শিরোনাম