আশুলিয়ায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় ছিনতাইয়ের ঘটনার ছয় মাস পর তিন আসামীকে নাটোর জেলা থেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। আসামিরা আদালতে স্বীকারউক্তি মূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৩ আগস্ট) নাটোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পরে বুধবার (২৪ আগস্ট) বিকালে ঢাকার আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করলে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, নাটোর জেলা সদর থানার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোঃ রনি প্রামানিক (৩০)।

শিরোনাম