আশুলিয়ায় স্বামীর হাতে গৃহবধূ খুন

সাভার প্রতিনিধি ঃঃ
আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে বৃষ্টি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। হত্যার পর মোবাইল ফোনে সে নিজেই তার শ্বশুর বাড়িতে জানিয়ে দেয়। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায়েএ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

পলাতক স্বামী আসাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। অপরদিকে নিহত বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। লাশটি উদ্ধারের সময় তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল।

জানা যায়, বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। আবার আসাদুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

আশুলিয়া থানা-পুলিশ জানায়, ঘাতক স্বামী ধরার জোর চেষ্টা চলছে।

শিরোনাম