আশুলিয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন

সংবাদ জমিন ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় বটি দিয়ে জবাই করে স্বামীকে হত্যা করেছেন এক স্ত্রী। এ ঘটনায় নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার পর নিজেই নিহতের পরিবারকে খবর দেয় কথিত স্ত্রী। সোমবার(০১ আগস্ট) বিকালে আশুলিয়ার জিরাব বাসস্ট্যান্ডের নিকট দেলোয়ার হোসেনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব, পিবিআই এর একাধিক দল।

পলাতক স্ত্রীর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত স্বামী মাগুরা জেলা শ্রীপুর থানা হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে আলী নূর বিশ্বাস(২৫)। এর আগে গত বৃহস্পতিবার(২৮ জুলাই) রাতে স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া উঠেন আলী নূর ও পরিচয় দেয়া সেই স্ত্রী। পুলিশ জানায়,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িত ঐ স্ত্রীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম