আশুলিয়ায় যুবতী ধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ায় যুবতী ধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে ১ ধর্ষককে গ্রেফতার হয়েছে।

জানা যায়,গত ৫ ডিসেম্বর ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় জোরপূর্বক যুবতী ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা গত ২০ ডিসেম্বর র‌্যাব-৪ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে উক্ত ধর্ষণ ঘটনায় ধর্ষক আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর ২২.০৫ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক চাঁন মিয়া (৩৬) কে গ্রেফতার করে। চাঁন মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলায়।

শিরোনাম