সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে একটি কলেজের উচ্চমান সহকারী কাম-হিসাব সহকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তিনি জামালপুর থেকে আশুলিয়ায় চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
গতকাল দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকায় তার চাচাতো ভাইয়ের বাড়িতে মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ আল মনসুর ওরফে আরমান (৩৫) জামালপুর সদর উপজেলার নান্দিনা মাঠপাড় এলাকার মশিউর রহমানের ছেলে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করেছে। পুলিশ জানায়, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।