আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলকারী সেই শ্যুটার গ্যাং রাসেল মামলার গ্যাড়াকলে
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
সাভারের আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলকারী সেই শ্যুটার গ্যাং রাসেল আবারো মামলার গ্যাড়াকলে। তার বিরুদ্ধে এবার হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন অভিযোগের হাতেখড়ি হয়ে উঠেছে এ রাসেল। বার বার অপরাধ জগতের আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল সে।
জানা গেছে, আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐ ইউনিয়নের যুবলীগ এর সাধারণ সম্পাদক শ্যুটার রাসেল ভোট কেন্দ্র দখল করতে যায়। এ সময় জনগণ বাঁধা দিলে সে ও তার বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে একজনকে হত্যার চেষ্টা করেন। নির্বাচনের দিনই ঐ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র আরো জানায়, টাকার বিনিময়ে ভাড়াটিয়া হয়ে রাসেল ওরফে শ্যুটা রাসেল তার গ্যাং বাহিনী নিয়ে আশুলিয়ার তিন নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র দখল করে।
উল্লেখ্য, এর আগে রাসেল ডিস ব্যবসা দখল করতে গিয়ে কয়েক জনকে গুলি করে।মিরপুরে মাদক নিয়েও আটক হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও জুট ব্যবসা দখল এর অভিযোগ রয়েছে। জনমনে প্রশ্ন, কার ইশারায় এতো খুন,দখল বানিজ্য চালায় শ্যুটা রাসেল? তার খুঁটির জোর কোথায়?
পুলিশ জানায়,আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।