আশুলিয়ায় বাড়িতে হামলা চালানো সেই ইউপি সদস্যসহ গ্রেফতার-৮

সাভার প্রতিনিধিঃ
বিতর্ক অবিরাম, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি ও সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের সমালোচিত ইউপি সদস্য শফিউল আলম সোহাগ। এবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার নিরিবিলি এলাকার তার বাহিনী নিয়ে একটি বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডব চালান এই ইউপি সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হলে ইউপি সদস্য সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শিরোনাম