সাভার প্রতিনিধি ঃঃ
আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম সুরুজের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত বৃহস্পতিবার রাতের দিকে শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলতাসুতি এলাকার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানায়, রাতে হঠাৎ করেই নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বিকট আওয়াজ শুনতে পাই। এর কিছুক্ষণ পর সেখান আগুনের কুণ্ডলি দেখা যায়। এ সময় আশপাশের লোকজন দ্রুত ক্যাম্পে গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে কিছুই জানাতে পারেনি স্থানীয়রা।
এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম সুরুজ বলেন, ঘটনার সময় আমি টেঙ্গুরি এলাকার একটা সভায় ছিলাম। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।