আশুলিয়ায় ডোবা থেকে উদ্ধার করা হলো এক নবজাতক

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত এক ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ নিয়ে চলছে নানা গুঞ্জণ। মঙ্গলবার (০২ আগস্ট) রাত ১০টার দিকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ওই নবজাতককে নিয়ে আসা হয়। এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে স্থানীয় রিপন সিকদারের বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবায় শিশুর কান্না শুনতে পেয়ে সেখানে যাওয়া হয়। পরে সেখানে জীবিত একটি নবজাতক দেখা যায়। পরে রাত ১০টার দিকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

শিরোনাম