আশুলিয়ায় চাঞ্চল্যকর ইভা হত্যাকান্ডের ঘটনায় ১ জন গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় গোসলখানায় ৩ বছরের কন্যাশিশু হত্যাকান্ডের ঘটনায় বাবুল মোল্লা(৪৫) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(০১ আগস্ট) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন। এর আগে সোমবার সকালে আশুলিয়ার ভাড়া বাসা থেকে বাবুলকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত বাবুল মোল্লা(৪৫) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দ নগর গ্রামের মৃত মোন্তাজ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার হেলাল উদ্দীনের বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় টেম্পু চালক। একই বাড়িতে পার্শ্ববর্তী কক্ষে বসবাস করতেন গ্রেফতারকৃত ও নিহত শিশু।

নিহত ইভা লক্ষীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন হোসেনের মেয়ে। গার্মেন্টসকর্মী বাবা-মায়ের সাথে ইভা এই ভাড়া বাসায় বসবাস করতো। বাবা-মা দুইজনই আশুলিয়ায় গার্মেন্টসে চাকরী করেন। গত এক বছর ধরে এই বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছে। বাবা-মা চাকরিতে গেলে ছেলে সাকিব (৮) ও ইভা (৩) বাসাতে থাকতো।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকায় হেলাল উদ্দীনের বাড়িতে একটি গোসলখানায় শিশু ইভাকে(০৩) ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। জব্দ করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ব্লেড। ওইদিনই নিহতের পরিবার অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

শিরোনাম