সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় ফিল্মি কায়দায় ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের এক সেলস রিপ্রেজেন্টেটিভকে অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। এসময় চারটি ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সোমবার (৮ আগস্ট) বিকাল ৩ দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামে শাখা সড়কে এই ঘটনা ঘটে।
জানা যায়, ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের এক সেলস রিপ্রেজেন্টেটিভ ও ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে শাহিন আলম প্রতিদিনের ন্যায় এজেন্টদের টাকা রিচার্জ করতে যায়। প্রথম কুশুরা থেকে আমরা টাকা নেই পরে বান্নারখোলা যায়। সেখানে কিছু লেনদেন করে আশুলিয়ার আমতলার দিকে যায়।
সেখানে কাজ শেষ করে পাড়াগ্রামের দিকে রওনা হয়। কিছুদুর যেতেই দুটি মোটরসাইকেল এসে তাদের মোটরসাইকেল গতিরোধ করে ও লাথি দিয়ে আমাদের ফেলে দেয়। ছিনিয়ে নেয় অর্থ।