আশুলিয়ায় অ্যাম্বুলেন্স আটকে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ২ আসামী ২ দিনের রিমান্ডে

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ার বাইপাইলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে চালককে মারধরের সময় ভেতরে শিশু রোগী আফসানার মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুজনের প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় মামলার বাদী ও বিবাদী পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মিজবাহ উদ্দীন। এর আগে বিকেল ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে আসামিদের তোলা হয়।

শিরোনাম