আশুলিয়ায় অপহৃত স্কুল ছাত্রী মাদারীপুরে উদ্ধার : মূল হোতা গ্রেফতার

 

সাভার প্রতিনিধি ঃঃ
ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহরণের ৬ দিনের মাথায় কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণী পড়ুয়া জান্নাতুল ফেরদৌস প্রভা (১৩) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়  ‍পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা আকবর হোসেন (৩০) কে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৯ টারদিকে আটক আকবর হোসেনকে আশুলিয়া থানায় আনা হয়েছে। এর আগে ভোরে মাদারীপুরের কালকিনি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে আকবরকে গ্রেফতার করা হয়। আকবর হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগরের আব্দুল হকের ছেলে। তিনি আশুলিয়ার ইউনিয়নের কুটুরিয়া এলাকায় ভাড়া থাকতেন।

আর ভাড়া থেকে তিনি ১৩ আগস্ট কাঠগড়া থেকে ঐ ছাত্রীকে অপহরণ করে। এ ব্যাপারে আশুলিয়া থানা-পুলিশ জানায়, অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম