আশুলিয়ার ৫ ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বহিস্কার

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের সোমবার আশুলিয়ার থানার ৫টি ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সোমবার আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে পদচ্যুত করা হয়েছে। এসব শূন্য পদে নতুন আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।

আওয়ামী লীগ থেকে পদচ্যুত ছয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হলেন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাইদুল্লাহ মাস্টার, আশুলিয়া থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ও থানা যুবলীগের সদস্য মো. সজীব। ছবি-সংগৃহীত

শিরোনাম