আশুলিয়ার চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলায় প্রধান ঘাতক আসাদুল গ্রেফতার

সাভার প্রতিনিধি ঃঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে সাভারের আশুলিয়ার চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়,গত ১৫ জানুয়ারী দুপুরে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকার একটি ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে বৃষ্টি আক্তার নামের এক নারীর লাশ আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঘটনায় ঐদিন রাতেই আসাদুলসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়।

যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যারের গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায়, উক্ত হত্যার মূল অভিযুক্ত আসাদুল নারায়নগঞ্জ জেলার ফতুল্লার কোন এক এলাকায় আত্মগোপনে রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জানুয়ারী ১৮.৩০ ঘটিকা হতে অদ্য ৩১ জানুয়ারি ২০২২ তারিখ ০৮.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনপূর্বক মূলহত্যাকারী মোঃ আসাদুল ইসলাম (২৬), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করে।

শিরোনাম