আশুলিয়া থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ২ জন গ্রেফতার
সাভার প্রতিনিধিঃ
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা জিমসহ ২ জন চোরকে গ্রেফতার করেছে র্যাব-৪। উদ্ধার করেছে চোরাইকৃত মোটরসাইকেল।
জানা গেছে,৩০ অক্টোবর রাত ২০.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকা থেকে একটি লাল রঙের মোটরসাইকেল চুরি হয় যার প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানা যায় যে, একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় গ্রুপ বাইকটি চুরি করে ঢাকার আশুলিয়ায় নিয়ে আসে। র্যাব-৪ এর ছায়া তদন্তে চুরির সাথে সম্পৃক্ত চোর চক্রটিকে আশুলিয়া এলাকা হতে র্যাব-৪ এর আভিযানিক দল কর্তৃক ১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড, ১ টি ঘড়ি, ১ টি মানিব্যাগ এবং নগদ ১৩৫ টাকা চোরচক্রের সক্রিয়২ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,ক। মোঃ হাসিবুল ইসলাম@ জিম (২৪), জেলাঃ ঢাকা ও খ। মোঃ তৌকির আহম্মেদ সৌরভ (২৪), জেলাঃ গাইবান্ধা।