আশুলিয়া থানার ওসি ডাবলু কি সাবেক ছাত্রলীগ কিংবা ছাত্রদল নেতা ছিলেন?
সাভার প্রতিনিধিঃ
আশুলিয়া থানার ওসি ডাবলু কি সাবেক ছাত্রলীগ কিংবা ছাত্রদল নেতা ছিলেন?।ঢাকা জেলার আশুলিয়া থানার নতুন ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। একপক্ষ বলছে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ করতেন। আরেকপক্ষ বলছে, ছাত্রদল করতেন।
এদিকে ছাত্রদলের সাবেক কয়েকজন নেতা জানিয়েছেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ডাবলু। ছাত্রদল করার কারণে তাকে হল থেকে বের করে দিয়েছিল তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। ডাবলু কোনোদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। চাকরিকালীন সময়ে তাকে বিএনপি ঘরনার হিসেবে চিহ্নিত করে কম গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিয়ে রাখা হয়েছিল।
ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কয়েকজন নেতা বলেছেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ডাবলু।