আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তলসহ মো. তজিবুর রহমান সরকার (৫৫) এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তজিবুর রহমান সরকার আশুলিয়ার তাজপুর এলাকার মৃত রজি উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে। থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শিরোনাম