আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকালে উপজেলার নরসিংহপুর এলাকার ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুর-কাশিমপুর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বেতন চলতি মাসের ১০ তারিখে পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা ১৫ই মে পরিশোধ করবে বলে জানায়। সেই অনুযায়ী গতকাল শ্রমিকরা কারখানায় গেলে কর্তৃপক্ষ পুনরায় আগামী ২১শে মে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়।

এদিকে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে কারখানার গেটে গিয়ে একদিনের জন্য কারখানা বন্ধের নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। পরবর্তীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানা সংলগ্ন সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ-১ এর সদস্যরা শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার সব্রত কুমার সাহা বলেন, বুধবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য নতুন দিন ধার্য করেন। সকালে শ্রমিকরা কারখানায় এসে কারখানা বন্ধ পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন।

শিরোনাম