আশুলিয়ায় পোষাক কারখানায় শ্রমিকদের ভাঙচুরের ঘটনায় দেড় সহস্রাধিক অজ্ঞাতনামা আসামী করে ৩টি মামলা

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে মামলা ৩টি দায়ের করেন ভুক্তভোগী কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় মোট অজ্ঞাত আসামির সংখ্যা ১ হাজার ৫০০।

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় চলমান আন্দোলনের মধ্যেই এই মামলাগুলো দায়ের করা হয়। ভাঙচুর হওয়া ৩টি কারখানা হলো আশুলিয়ার কাঠগড়া এলাকার ছেইন এ্যাপারেলস লিমিটেড, বেরন সরকার মার্কেট এলাকার হা-মীম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড ও ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৩১শে অক্টোবর এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

শিরোনাম