আশুলিয়ায় পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের কান্ড!

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় গ্রামীণ অ্যাপারেল নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার মোজারমেল এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারটি ইউনিটের টানা আড়াই ঘণ্টা চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ডাম্পিংয়ের কাজ চলমান। এ ছাড়াও উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি বাস-ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শিরোনাম