আশুলিয়ায় ডোবা থেকে উদ্ধার করা হলো অজ্ঞাত যুবকের লাশ

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়,সকালে ঐ ডোবায় একটি লাশ ভাসতে দেখে লোকজন আশুলিয়া থানা পুলিশক খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

শিরোনাম