সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক খুনের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে ঘটনাটি ডাকাতি কি-না সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত মফিজুল ইসলাম (২৪) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
জানা গেছে,শাকিলের বাড়িতে সশস্ত্র একদল ডাকাত প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতদল সটকে পড়ার সিদ্ধান্ত নেয়।এ সময় বাড়ির ভাড়াটে মফিজুল বাইরে আসলে ডাকাতদল তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ডাকাত দলের কোন সদস্য গ্রেফতার হয়নি।