আশুলিয়ায় একই পরিবারের বাবা,মা ও সন্তানকে হত্যা

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের মালিকানাধীন পাঁচতলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন,মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয় ।পুলিশ জানায়, লাশট িউদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।হত্যার ক্ল বের করে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম