আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকার মালামাল লুট
সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল কোটি টাকার মালামাল লুট ঘটনা ঘটেছে। ডাকাতরা একটি দোতলা বাড়ির গ্রিল কেটে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
সোমবার ভোররাত ৪ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মান্নান মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি হওয়া বাড়ির মালিক মান্নান জানান, আমরা ভবনের দোতলায় বসবাস করি। ভোরে দোতলা ডুপ্লেক্স বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ হলে আমি নিচে নেমে আসি। নিচতলায় আসা মাত্র তিন থেকে চারজন ডাকাত আমাকে ধরে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে একটি কক্ষে আটকে মারধর করে। পরে তারা বাড়ির আলমারি ভেঙে নগদ ২৮ লাখ টাকা ৭০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।খবর পেয়ে সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।