আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ ঘটনার মূলহোতাসহ ২ জন গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জনকে জামালপুর জেলার মোলান্দহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

জানা যায়, ভিকটিম ও আসামী মোঃ নয়ন মনি (৩৪)ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা ইপিজেডে একসাথে কাজ করার সুবাদে একটি সুসর্ম্পকের সৃষ্টি হয় যা পরবর্তীতে প্রেমের সর্ম্পকে রুপ নেয়। এরই সুবাদে আসামী ভিকটিমের বাসায় প্রায় যাতায়াত করতো যার একপর্যায়ে গত ১৫ এপ্রিল ২০২২ ইং তারিখ আসামী ভিকটিম’কে নিয়ে ঘুরতে যাওয়া কথা বলে ভিকটিমের বাসায় আসে এবং সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ভিকটিমের ঘরের দরজা আটকিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামী ভিকটিমকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার জোড়পূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকায় আসামী পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার কয়েকমাস পরে ভিকটিম অসুস্থবোধ করে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ভিকটিম ০৪ মাসের অন্তঃসত্ত্বা। এমতাবস্থায় ভিকটিম আসামী’কে বিবাহের জন্য বললে আসামী ও তার ভাই ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ২০২২ ভিকটিম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

এক পর্যায়ে র‌্যাব জানতে পারে আসামীদ্বয় জামালপুর জেলার মোলান্দহ থানাধীন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৪ নভেম্বর ১৭.০০ ঘটিকার সময় জামালপুর জেলার মোলান্দহ থেকে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী ১। মোঃ নয়ন মনি (৩৪) এবং ২। মোঃ মহসিন সরকার মোহন (৩৬)জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।

শিরোনাম