আল জাজিরার সম্প্রচার বন্ধ করবে ইসরাইল সরকার

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
কাতারের মালিকানাধীন আল জাজিরাসহ একাধিক টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে সরকারের একটি আইন অনুমোদন করেছে ইসরাইলের সংসদ।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, তিনি আলজাজিরা নেটওয়ার্কের স্থানীয় অফিস বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেবেন । যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশী সাংবাদিকদের গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায়, গাজা স্ট্রিপে অবস্থিত আল জাজিরার স্টাফরাই একমাত্র সাংবাদিকদের মধ্যে যুদ্ধের খবর সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। ইসরাইলের সংসদ নেসেট, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশী নেটওয়ার্কগুলিকে “সাময়িকভাবে” নিষিদ্ধ করার অনুমতি দেয়ার বিলটি অনুমোদন করেছে। নেতানিয়াহু এক্সে লিখেছেন, ‘আল জাজিরা আর ইসরাইল থেকে খবর সম্প্রচার করতে পারবে না।

শিরোনাম