আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকার শিরোপা জয়

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার ট্রফি জিতেছে। রবিবার সকালে মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপার খড়া কাটায় তারা। এর মাধ্যমে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন লিওনেল মেসি।

খেলার ২১ মিনিটের মাথায় ডি মারিয়ার করা একমাত্র গোলটিই শিরোপা জিতিয়ে দেয় আর্জেন্টিনাকে। মারাকানা যে ব্রাজিলের জন্য অপয়া মাঠ তা আরও একবার প্রমাণ হয়েছে এ ম্যাচে পরাজিত হওয়ায়। সব মিলিয়ে অপেক্ষাকৃত ভাল খেলেও ব্রাজিলকে হার মানতে হয়।

ডিফেন্ডার রেনান লোদির একটি ভুলই ব্রাজিলকে হারিয়ে দেয়। যে কারণে ম্যাচ শেষে কাঁদতে হয় ব্রাজিলের খেলোয়াড়দের। অপর দিকে মাঠে উপস্থিত অল্প কিছু সমর্থকদের সামনে উল্লাস করে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা।

শিরোনাম