আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র ব্রাম্মনবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
দক্ষিণ আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ—কোপা আমেরিকার ফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশের প্রতি জেলায় এই দুই দলের সমর্থক দিয়ে ভরা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি ইতিমধ্যে খবরে উঠে এসেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সময় ১১ জুলাই ভোর ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল খেলার উত্তেজনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিশৃঙ্খলা এড়াতে ১১৬টি বিট পুলিশের দল মোতায়েন করা হবে। এ ছাড়া ওই দিন ভোররাতে পুলিশের আরও ৪০টি বিশেষ টহল দল মোতায়েন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সকালে প্রথমে কথা-কাটাকাটির জেরে পরে বিকেলে প্রতিপক্ষের হামলায় ব্রাজিলের এক সমর্থকের চাচা নওয়াব মিয়া (৬০) আহত হন। এর জেরে ওই রাতে পাল্টা হামলায় আর্জেন্টিনার তিন সমর্থক জাকির মিয়া (৩২), সেলিম মিয়া (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫) আহত হন।

তাঁরা সবাই সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের বাসিন্দা। আর এ ঘটনাকে কেন্দ্র করেই ব্রাম্মনবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ব্রাম্মনবাড়িয়া জেলা পুলিশ জানায়, কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না, আজ থেকেই টহল জোরদার করা হয়েছে।

শিরোনাম