আরিচা ফেরিঘাটে পল্টুন উঠতে গিয়ে পাথর বোঝাই ট্রাক যমুনায়

নিজস্ব প্রতিনিধিঃ
আরিচা ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন উঠতে গিয়ে পাথর বোঝাই একটি ট্রাকযমুনা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে,পাবনা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো ট ১১-৯২৮৬) ফেরিতে পৌঁছায়। ফেরি থেকে ৩ নম্বর পল্টুন উঠার সময় যমুনা নদীতে পড়ে যায়। আহত হেলপার,চালক ও ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে।

শিরোনাম