আমেরিকায় বাংলাদেশীকে গুলি করে হত্যা,ঘাতক গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় মোদাসসার খন্দকার নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস এলাকায় নিজ বাড়ির কাছেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে রিপোর্ট করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউ ইয়র্ক। খবরে জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মোদাসসারকে উদ্ধার করে। তাকে বাঁচাতে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার পথেই মারা যান ৩৬ বছর বয়স্ক মোদাসসার।

হামলাকারীকে গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।


শিরোনাম