আমেরিকায় গরম থেকে রেহাই পেতে কুকুরদের সানগ্লাস ও জুতো পরিয়ে রাখা হচ্ছে

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
চরম তাপপ্রবাহ মোকাবেলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগ তাদের কুকুরগুলিকে সানগ্লাস এবং বিশেষ জুতো পরিয়ে রাখছে। বিশেষ সাজে সজ্জিত কুকুরদের সেই ছবি ফেসবুকে ভেনচুরা কাউন্টি শেরিফের অফিস পোস্ট করেছে এবং সেই ছবি সহজেই অনলাইনে নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

এই বিষয়টি নিয়ে পুলিশ বিভাগ ফেসবুকে লিখেছে , “কে৯ থর এবং ডেপুটি গোল্ডনার জুতো পরেছে। চোখে সানগ্লাসও লাগানো হয়েছে তাদের। এই গরমে যেমন আপনারা বাইরে বের হতে ভয় পাচ্ছেন, আপনাদের যেমন কষ্ট হচ্ছে, তেমনই ওদেরও কষ্ট হচ্ছে।” এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, থর নামের ওই সারমেয়কে জুতো পরাচ্ছেন এক পুলিশ অফিসার। পরে দেখা যাচ্ছে, তার চোখ সানগ্লাসও রয়েছে। পুলিশ ভ্যানের ভেতরেও ওই সারমেয়কে সানগ্লাস পরে বসে থাকতে দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তাপপ্রবাহ থেকে কুকুরদের সুস্থ রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ বিভাগের এই আন্তরিকতা দেখে ফেসবুকে শত শত লাইক পরেছে । মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়নেরও বেশি মানুষ অতিরিক্ত তাপপ্রবাহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, গত দুই দিনে ২০ টিরও বেশি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

শিরোনাম