আমি মানুষ,তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেনঃ হাজী আব্দুল মাজেদ খান

নিজস্ব প্রতিনিধিঃ
আমি মানুষ,ফেরেস্তা নই,ভুল-ত্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি আমার রাজনৈতিক জীবনে মানুষের সেবা করার নিরন্তর চেষ্টা করেছি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যাব। জনগণের সেবাই আমার রাজনৈকি মূল আদর্শ। মঙ্গলবার(২৬ মার্চ) কালিয়াকৈর হাফেজিয়া মাদ্রাসার বিশাল ইফতার মাহফিলে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের একাধিকবার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক,বর্তমান মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি,বলধারা ইউনিয়ন থেকে ৭ বার নির্বাচিত চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনের শক্তিশালী প্রার্থী হাজী আব্দুল মাজেদ খান ইফতার পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী হাজী আব্দুল মাজেদ খান বক্তব্যে আরো বলেন,আমি প্রার্থী না,এ কথায় কান দেবেন না। আগামী ৮ মের নির্বাচেনে আমিই শক্তিশালী প্রার্থী।ভোট কেন্দ্রে যাবেন,অবাধ,নিরপেক্ষ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। আপনাদের ভোট প্রয়োগে ইনশাল্লাহ আমিই নির্বাচিত হব এবং আপনাদের অধিক সেবার সুযোগ পাব।

শিরোনাম