আমি ড. ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি: কাদের সিদ্দিকী

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি ড. ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি। তাঁর গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন, তখন আমি তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। তাঁকে সাহস দিয়েছিলাম।

আমি শেখ হাসিনাকেও বলেছিলাম, এ রকম একজন মানুষের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না। তাঁকে আপনি সাহায্য করুন। তাঁকে সব দেশে যেতে দিন। এতে আপনার ভালো হবে। কিন্তু শেখ হাসিনা তা শোনেননি। তাঁর (ড. ইউনূসের) লেজ কাটতে কাটতে শেখ হাসিনার লেজই কাটা হয়ে গেছে।’

শিরোনাম