আমি চাই পরের ম্যাচে মেসি আমাকে ছাড়িয়ে যাক: বাতিস্তুতা
সংবাদ জমিন,স্পের্টস ডেস্কঃ
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে একটি গোল করেন লিওনেল মেসি। এতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে স্পর্শ করেন তিনি। এককভাবে সেই রেকর্ড নিজের করে নিতে মেসিকে শুভ কামনা জানিয়েছেন খোদ বাতিস্তুতা।
বিশ্বকাপে লিওনেল মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতার সমান ১০টি গোল। অর্থাৎ, সেমিফাইনালে একটি গোল পেলেই বাতিস্তুতাকে টপকে এককভাবে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে বাতিস্তুতা লিখেছেন, ‘প্রিয় লিও, তোমাকে অভিনন্দন। ২০ বছর ধরে আমি এই রেকর্ড ধরে রেখেছি। আমি এটা উপভোগ করেছি। এখন তোমার সঙ্গে এই রেকর্ড শেয়ার করা আমার জন্য আনন্দ এবং সম্মানের। আমি মন থেকে চাই, পরবর্তী ম্যাচেই তুমি আমাকে ছাড়িয়ে যাও।’